নৈশব্দ আসন
আব্দুল্লাহ জহুরী
দালান নির্মাণ হয়েছে,
আহ!! ইটগুলোকে কে ভীষণ নিপিড়ন।
ভেঙে টুকরো করা হলো,
আহ! কি অমানবিক 'এ এক পুরনো কৌশল;
ক'খান ইট পুড়িয়ে ফেলা হয়েছে।
পাষবিক হিংস্রতা, আহ ! কি অমানবিক
কয়েকটিতো পুতে ফেলা হলো;
দালানের থামের সমতার জন্য।
আমিও খুব অপ্রাসঙ্গিক ছিলাম না।
আমাকে পুড়ানো কিংবা ভাঙা হয়নি।
হয়তো কদাচিৎ ভীতু ছিলাম।
বাকিগুলোর কি ভীষণ সাহসী।
লেখক: আব্দুল্লাহ জহুরী
জুড়ীরসময়/ডেস্ক/হেসাইন