বড়লেখায় সুড়িকান্দি জামেয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু

বড়লেখায় সুড়িকান্দি জামেয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার নতুন ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৫ আগস্ট) মাদরাসার নিজস্ব ভূমিতে জাতীয় পতাকা উত্তোলন ও পিটির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ২০০৬ সাল থেকে অস্থায়ী ভূমিতে সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পাঠদান যাত্রা শুরু হয়। এর পর থেকেই মাদরাসাটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। পাঠদান এবং ফলাফলেও যথেষ্ট স্বনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩শ'র কাছাকাছি শিক্ষার্থী রয়েছে। পূর্বে অস্থায়ী ভূমিতে মাদরাসার কার্যক্রম পরিচালনা হলেও আজ থেকে মাদরাসাটি তাদের নিজস্ব (ক্রয়কৃত) ভূমিতে শিক্ষা কার্যক্রম শুরু করে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে দালানকোঠা দিয়ে খুব শীঘ্রই মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা চলছে, করা হবে দ্রুত বাস্তবায়ন।

তারা আরও জানান, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হলো সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা। মাদ্ররাসাটি একটি মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে নির্মিত রুচিসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকসহ উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান পরিচালনা করা হয়। প্রতিবছর সমাপনী, জেডিসি, দাখিল ও সরকারি - বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য ও বৃত্তি অর্জনের মাধ্যমে মাদরাসাটি ব্যাপকভাবে স্বনাম অর্জন করে আসছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন