নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে জানিয়েছে জুড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৬ আগস্ট) রাতে ভিডিও বার্তায় দুই সমন্বয়ক তানভির মাহতাব ভূঁইয়া ও আফজাল হোসাইন এসব কথা বলেন।
ভিডিও বার্তায় তারা বলেন, আমরা প্রথমে জুড়ীতে আন্দোলন করি ১৬ জুলাই। এরপর সরকারের নির্দেশে যখন শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করা হয় তার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ আগস্ট আমরা জুড়ীতে আন্দোলন করি। ওইদিন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলা করে। ওইদিনের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি এবং ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ (জুয়েল রানা)। এর পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করি এবং তিনি লিখিত বিবৃতি দিয়ে পদত্যাগ করেন।
এতে প্রথম দফায় আন্দোলন কর্মসূচি ছিল উপজেলা চেয়ারম্যান এর পদত্যাগ। এবং দ্বিতীয় দফার কর্মসূচি হলো ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ (জুলেয় রানার) সহ শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা সৃষ্টিকারী সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ, এ নিয়ে আগামীকাল ও আমাদের কর্মসূচি আছে। আমরা জুয়েল রানার স্বেচ্ছায় পদত্যাগ চাই।
তারা আরও বলেন, পদত্যাগের দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত আছে, ধারাবাহিক ভাবে তা চলবে। আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব যতদিন না শিক্ষার্থীদের বিরোধীতা করা সকল জনপ্রতিনিধিরা পদত্যাগ করছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন