দুইশত বন্যার্ত রোগীকে চি‌কিৎসা‌ সেবা দিল ড‌্যাজ‌লিং ডন



রাজনগর প্রতিনিধি ::
ব্রিটে‌নের মুলধারায় বাংলাদেশী কমিউনিটির প্রথম ও একমাত্র ইংরেজী গণমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন এর উ‌দ্যো‌গে শুক্রবার (৩০ আগস্ট) ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। দিনব‌্যাপী এই ক‌্যা‌ম্পে শিশুসহ প্রায় দুইশ রোগীকে সেবা ‌দেয়া হয়। 

মৌলভীবাজারের রাজনগরে বন্যা পরবর্তী মা-শিশু সহ জনসাধারণের জন্য উপ‌জেলার উত্তরভাগ ইউ‌নিয়নের প্রত‌্যন্ত কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক‌্যাম্প অনু‌ষ্ঠিত হয়। ডেইলী ড‌্যাজ‌লিং ডনের মা‌ল্টিমিডিয়া সম্পাদক কামরান আহ‌মদ'র ব‌্যবস্থাপনায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভা‌গের রেজিষ্টার ডাঃ নিজাম আহমদ চৌধুরী ও কমিউনিটি প্যারামেডিক শাহ ছাব্বির আলী রোগী‌দের চি‌কিৎসা‌ সেবা দেন‌।

এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন শিক্ষক শাহ আহসান হাবিব, সিনিওর সাংবাদিক আব্দুল আজিজ, কামরুল আহমদ, ওমর ফারুক নাঈম ও উত্তরভাগ রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. রিমন খান।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ