হাকালুকি হাওরে পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

হাকালুকি হাওরে পানিতে ডুবে প্রাণ গেল তরুণের

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল রিয়াজুল ইসলাম (১৯) নামের এক তরুণের।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

জানা যায়, হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যান রিয়াজুল ইসলাম। সেখানে সময় কাটানোর একপর্যায়ে সাতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দিয়ে পড়েন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি ভেসে না উঠায় সঙ্গীরা পানিতে নেমে গভীর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন