জুড়ীতে পোনা মাছ অবমুক্তকরন

জুড়ীতে পোনা মাছ অবমুক্তকরন


নিজস্ব প্রতিবেদক: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে হাকালুকি হাওর, বিভিন্ন মসজিদ, মন্দিরে পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর,উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা প্রমুখ। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন , ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় জেলার উম্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৪৬ কেজি কার্প জাতীয়, কই, কাতল ও মৃগেল পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/জামান