জুড়ীতে বন্যায় কবলিত ৩৮ গ্রাম, পানি বন্দি ৫ হাজার পরিবার

জুড়ীতে বন্যায় কবলিত ৩৮ গ্রাম, পানি বন্দি ৫ হাজার পরিবার

আবিদ হোসাইন::

তৃতীয় দফায় বন্যার কবলে পড়ল মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেশ কয়েকটি এলাকা। পানি বন্দি হয়ে পড়েছে হাজারও মানুষ।

বুধবার (২১ আগস্ট) ১২ টায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্যে জানা যায়, জুড়ী নদীর পানি বিপদসীমার ১৭৪ সে.মি, উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বহু বাড়িঘর।

সরেজমিনে দেখা যায়, জুড়ী উপজেলার বড়ইতলি এলাকায় জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের উপর দিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। এছাড়াও জুড়ী-লাঠিটিলা সড়কের তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সম্মুখ ও নয়াবাজার ঈদগাহ সংলগ্ন এলাকায় সড়কের উপরে উঠে গেছে পানি, ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। ক্রমাগত পানি বাড়লে ছোট ছোট ছোট যানবাহন চলতে ব্যঘাত ঘটতে পারে মনে করছেন পরিবহন চালকরা।

জুড়ী উপজেলার ফুলতলা গ্রামের সংবাদকর্মী হোসাইন রুমেল বলেন, ফুলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বারছে পানি, কোনাগাও গ্রামের মানুষজন গবাদিপশু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে উঠছেন। এছাড়াও জুড়ী-ফুলতলা সড়কের বেশ কিছু অংশ তলিয়ে গেছে পানিতে। যোগাযোগে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর বলে, জুড়ী উপজেলার ৩৮ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় ৫ হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানি বন্দি। আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই তথ্য পেয়েছি। প্রাথমিক অবস্থায় কারো বাড়িতে থাকতে অসুবিধা হলে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়ার জন্য বলেছি আমরা।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন