বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত জুড়ীর মুরাদ

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত জুড়ীর মুরাদ


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে গাছের সাথে কারের সংঘর্ষে প্রাণ হারালেন জুড়ী উপজেলার মুরাদ আহমেদ (১৭) নামের এক যুবক। সে পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড় ধামাই গ্রামের মনসুর আলীর ছেলে।

শুক্রবার (১৬ জুলাই ) ভোর রাতে সিলেটে ডাক্তার দেখিয়ে একজনকে এগিয়ে দিতে বড়লেখা উপজেলার কলাজুরা এলাকায় যায় মুরাদ। সেখান থেকে জুড়ীতে ফেরার পথে দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় মুরাদ আহমেদ (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হন গাড়িচালক। পরে স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২ টায় দক্ষিণভাগ বাজারে পাহারায় থাকা কয়েকজন দেখেন একটি কার দ্রুতগতিতে জুড়ীর দিকে যাচ্ছে। পরে তারা জানতে পারে সফরপুরে কারটি গাছের সাথে ধাক্কা খায়। তাৎক্ষণিক বেশ কয়েকজন গিয়ে দেখেন গাড়িতে আহতাবস্থায় একজন চালক এবং পাশের সিটে গাড়ি চেপে রেখেছে একজনকে। পরে তারা সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুরাদকে দক্ষিণ বড় ধামাই শরিফকোণা জামে মসজিদে শুক্রবার জানাযা শেষে দাফন করা হয়।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুজন গুরুতর আহত হন। এরমধ্যে মুরাদ নামে এক যুবক মারা গেছেন।

জুড়ীরসময়/ডেস্ক/জামান