নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিসহ দেশের সকল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
রোববার (১৯ আগষ্ট ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার।
উপজেলা চেয়ারম্যানের অপসারণের ফলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সেই সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক (ডিসি)।
প্রসঙ্গত, ৪৯৫ উপজেলা ও ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে। গত ১৬ আগস্টের সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন