জুড়ীতে বন্যার্ত ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুড়ীতে বন্যার্ত ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সৈয়দ সিরাজ- আলেয়া ফাউন্ডেশন। এসময় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের পরিচালক ও জুড়ী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আল আমিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা কোয়াবের সাধারণ সম্পাদক মো. জাকির আহমদ তানিম, এপেক্স ক্লাব হাকালুকি ভ্যালীর প্রেসিডেন্ট ডা. শিপলু, এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট নোমান আহমদ, সৈয়দ আব্দুল মুকিত লেচন ও মতলিব আলী।

সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জাহাদুল ইসলাম এর অর্থায়নে বন্যা আক্রান্ত ৩৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে ছিল চাল, ভোজ্য তেল, ডাল ও আলু।

এছাড়া বন্যার শুরু থেকে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন বন্যার্তদের মাঝে রান্না করা খাবার উপজেলার ৩টি আশ্রয় কেন্দ্র বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিনগর শহীদ আব্দুর নুর প্রাথমিক বিদ্যালয় ও মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ দূর্গত এলাকায় মোরগ, পোলাও ও মোমবাতি বিতরণ করেছে।

সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জাহাদুল ইসলাম এর আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় উপজেলার গরীব ও অসহায়দের দুঃখ মুচনে এগিয়ে আসেন।

জুড়ীরসময়/ডেস্ক/জামান