সোনার বাংলা একতা সংঘের বৃক্ষরোপণ

সোনার বাংলা একতা সংঘের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক সংগঠন সোনার বাংলা একতা সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১২ জুন) ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন এর গোয়ালবাড়ী হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ, হাজী খুরশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোছন আলী উচ্চ বিদ্যালয় ও নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের  ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি তারেকুল ইসলাম সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ অর্থ সম্পাদক সোহান মুন্তাসির সহ নাফি, তামিম, লিমন, নাবিল ও আরিফ।

সোনার বাংলা একতা সংঘের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নিজ নিজ অবস্থান থেকে অন্তত ১টি করে গাছ রোপণ করলে ১৭ কোটি মানুষের দ্বারা ১৭ কোটি গাছ রোপণ হবে। আমরা আমাদের প্রত্যেক সদস্যদের শীঘ্রই গাছ উপহার দেবো। 

জুড়ীরসময়/খালেদ/হোসাইন