বিশ্ব পরিবেশ দিবসে জুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবসে জুড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক::

বিশ্ব পরিবেশ দিবসে জুড়ীতে একযোগে বৃক্ষরোপণ করেন এ.কে. এইচ ট্রাস্টের স্বেচ্ছাসেবক টিম।

বুধবার দুপুরে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে  লন্ডন প্রবাসী ইকবাল হোসেনের অর্থায়নে "এ.কে. এইচ ট্রাস্টের সহায়তায় চারা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও  মাছুম আহমেদের  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের  সহকারী অধ্যাপক আব্দুল হাই, রোভার গ্রুপ সম্পাদক বরুন চন্দ্র দাশ,  এ.কে. এইচ ট্রাস্টের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এ.কে. এইচ ট্রাস্টের সেচ্ছাসেবক কাজী আমজাদ হোসেন, সেচ্ছাসেবক খোকন দে, সেচ্ছাসেবক মিঠুন দাশ, সেচ্ছাসেবক মাজারুল আলম সম্রাট, সেচ্ছাসেবক হিরো চৌধুরি, সেচ্ছাসেবক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক মৃদুল ঘোষ, সেচ্ছাসেবী সুপ্রিয়া সূত্রধর ঐশী , সেচ্ছাসেবী শ্রাবণী, কালবেলার প্রতিনিধি আদনান চৌধুরি, ছাত্রলীগ নেতা হৃদয় খান জয়, সাইফুল ইসলাম প্রমুখ।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন