জুড়ীতে এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরণ

জুড়ীতে এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (১৪ জুন) বিকেলে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।

ক্লাবের সভাপতি এপেঃ নোমান আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল লতিফ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ফাউন্ডার সেক্রেটারি এন্ড ডিএনএডিটর ও অতিত সভাপতি এপেঃ আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ক্লাবের অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতিত সভাপতি এপেঃ মোঃ তাজুল ইসলাম, বর্তমান সভাপতি এপেঃ আনিছুর রহমান শিপলু, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য অতিত সভাপতি হাবিবুর রহমান, অতিত সভাপতি এপেঃ নাজিম উদ্দীন মানিক, অতিত সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাসান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ জহিরুল ইসলাম সরকার, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেঃ আতিকুর রহমান প্রমূখ।

উপজেলার ৫০ জন উপকারভোগী মানুষের মাঝে প্রতি প্যাকেটে ২ কেজি চাল,১ লিটার তৈল,২ কেজি পিয়াজ,২ কেজি আলু,২৫০ হুইল পাউডার,১ টা মিনি সাবান,১ পেকেট সেমাই ও ১ পেকেট লবণ দেয়া হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন