নিজস্ব প্রতিবেদক::
ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্ট এর আয়োজনে ইউনিভার্সাল ইয়ুথ লিডারসিপ সামিট-২০২৪ এ অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাইল্যান্ড যাচ্ছেন যুব সংগঠক হোসাইন আহমদ।
হোসাইন আহমদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত “হাকালুকি যুব সাহিত্য পরিষদ” এর সভাপতি। পাশাপাশি তিনি দৈনিক যুগান্তর, এসএটিভি, ডেইলি ইন্ডাস্ট্রি ও দৈনিক সিলেটের ডাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ইউনিভার্সাল ইয়ুথ লিডারসিপ সামিট থাইল্যান্ডের ব্যাংককে ২৩ মে ২০২৪ইং শুরু হয়ে ২৬ মে ২০২৪ইং শেষ হবে। ৪ দিনের এ সম্মেলনে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ হবে। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০ জন যুব নেতা অংশ গ্রহণ করবেন।
যুব সংগঠক হোসাইন আহমদ বলেন, পুরো বিশ্ব থেকে ১০০ জন যুব নেতা সামিটে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে সেখানে অংশ গ্রহণ করতে পারায় আমি ভাগ্যমান।
যুব সংগঠক বলেন, তরুণ যুব সমাজের বেকারত্ব দূরিকরন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, নেতৃত্বের বিকাশ ও দক্ষ সংগঠক হিসাবে গড়ে তোলতে হলে প্রথমে নিজে যোগ্যতা অর্জন করতে হবে। এজন্যই আমি UYLS থাইল্যান্ড ২০২৪ এ অংশ গ্রহণ করতে যাচ্ছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের অধিকাংশ যুবক বেকার। অনেকে লেখাপড়া করলেও তাদের কারিগরি শিক্ষা নেই। যার কারণে প্রতিনিয়ত শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বেকার যুবকরা নানা অপরাধের সাথেও সম্পৃক্ত হচ্ছে। আবার কেউ কেউ নেশাগ্রস্থ হচ্ছে। এক পর্যায়ে যুবকরা দেশের বুঝা হয়ে দাঁড়াবে। দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। UYLS থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমি বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে চেষ্টা করব। তাদেরকে গঠনমূলক নানা পরামর্শ দেব। বেকার যুবকদের আত্মউন্নয়নমূলক উদ্যোগ নেয়া যাবে। তাদেরকে দক্ষ যুব সংগঠক হিসেবে গড়ে তোলা অনেকটা সহজ হবে। দেশের প্রাকৃতিক দুর্যোগ কিংবা নানা সংকটকালীন সময়ে যুবকরা পাশে দাঁড়াবে।
হাকালুকি যুব সাহিত্য পরিষদ ইতিমধ্যে বেকার যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান তৈরি, উদ্যোক্তা তৈরি, বাল্যবিবাহ দূর, সামাজিক কুসংস্কার দূরিকরণ, যুব নেতৃত্বরে বিকাশে যুবদের নিয়ে বিভিন্ন গঠনমূলক সেমিনার, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চক্ষু শিবির, শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপন, সমাজ থেকে জঙ্গি ও সন্ত্রাস দূরি করণ, এইডস সচেতনতা সৃষ্টি, মাদক বিরোধী অভিযান, ফ্রি স্বাস্থ্য উপকরণ, ঔষধ বিতরণ ও বিশেষ করে করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন