মৌলভীবাজার-৩ আসনে বিপুল ভোটে জিল্লুর রহমান এমপি নির্বাচিত

 

মৌলভীবাজার-৩ আসনে বিপুল ভোটে জিল্লুর রহমান এমপি নির্বাচিত
বিশেষ প্রতিবেদক:: 

মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

রোববার (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম তাকে বেসরকারিভাবে ভোটে বিজয়ী ঘোষণা করেন। 

মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান পেয়েছেন ২৬৯৮ ভোট। মোট ভোটারের ৪০ শতাংশ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার ও রাজনগরের আন্তঃমহাসড়ক চারলেনে উন্নীতকরণ, মৌলভীবাজার শহর বাইপাস ও নতুন মনু সেতু, কাউয়াদিঘি হাওরের উন্নয়ন, মনু নদীর ভাঙন থেকে রক্ষাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব প্রতিশ্রুতি পেয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছিলেন। 

মৌলভীবাজার- ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের একটা টিম গত তিন মাস মৌলভীবাজার ও রাজনগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছে কার কী লাগবে। আমরা সেইভাবেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছি। মৌলভীবাজার-৩ আসনকে দেশের অন্যতম স্মার্ট এলাকা হিসেবে গড়বো।

তিনি বলেন, আমি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সেই লক্ষ্যে‌ই কাজ করব। উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো দলমত দেখব না। আমার একটা অফিস থাকবে সেখানে সবশ্রেণির মানুষ নির্দ্বিধায় যেতে পারবে। আর মানুষ যেটা চাইবে তাদের চাওয়াকে মূল্যায়ন করে আমি সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে কাজ করব। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন