নিজস্ব প্রতিবেদক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন জুড়ী বড়লেখায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ৪৩ হাজার ২ শত ৭৯টি ভোট পেয়ে ৫ম বারের মতো এমপি নির্বাচিত হোন।
রবিবার ( ৭ জানুয়ারি ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে উপজেলার ৪৪ টি কেন্দ্রে। ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় ভোটগ্রহণের কার্যক্রম।
জানা যায়, জুড়ী উপজেলার ৪৪ টি ভোটকেন্দ্র মিলিয়ে ভোট কাস্ট হয় ৪৬০০৬ টি। এর মধ্যে (নৌকা) প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন পান ৪৩২৭৯ টি নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল ইসলাম ( ট্রাক) প্রতীক নিয়ে পান ১১৩১ টি, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ (লাঙল) প্রতীক ৮৯৮ টি, তৃণমূল বিএনপি-র আনোয়ার হোসেন মঞ্জু ( সোনালী আশঁ) প্রতীক ৬৯৮ টি।
একই আসনের বড়লেখা উপজেলায় (নৌকা) প্রতীকে শাহাব উদ্দিন ৯৩০২৯ টি, ময়নুল ইসলাম ( ট্রাক) প্রতীক ১৩৯৪ টি, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ (লাঙল) প্রতীক ২২০০, আনোয়ার হোসেন মঞ্জু (সোনালী আশঁ) প্রতীকে ৮৩৯ টি।
তবে এর আগে শনিবার (০৬ জানুয়ারি) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ভোট গননা শেষে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা লুসিকান্ত হাজং সাংবাদিকদের এ তথ্য জানান।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন