জুড়ী কলেজে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের আহ্বায়ক কমিটি গঠন

জুড়ী কলেজে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের আহ্বায়ক কমিটি গঠন


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের  নিয়ে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে গঠনের লক্ষ্যে এক সভা লন্ডনে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও প্রথম ব্যাচের ছাত্র-৯৪ সিলেট কমার্স কলেজের সাবেক প্রভাষক জহিরুল ইসলাম জাবেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক সফিকুল হক স্বপন ও সহকারী অধ্যাপক সেলিনা বেগম, শিক্ষক মুহিন রুহেল, সলিসিটর রফিক আহমদ,  জুড়ীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ের প্রকাশক আবদুস সামাদ রাজু, এম সাইফুর রহমান কলেজের সাবেক প্রভাষক মাহবুবুর রহমান সাদাত, ২০০০ ব্যাচের এলাহী আশরাফ মাদানী, ২০১৩ ব্যাচের ইকবাল খান।

সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করা হয় ৯৪ ব্যাচের জহিরুল ইসলাম জাবেলকে। যুগ্ম আহ্বায়ক করা হয় ৯৪ ব্যাচের তাজুল ইসলাম, ৯৫ ব্যাচের ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, সদস্য সচিব ৯৫ ব্যাচের খায়রুল হাসান সাহিন, সদস্য ৯৪ ব্যাচের সাদিকুর রহমান, ৯৫ ব্যাচের এম এ সবুর, ৯৭ ব্যাচের জি এম চৌধুরী রনি ও ২০০০ ব্যাচের মাহফুজ রহমানকে।

সভায় আগামী আগষ্ট মাসের ভিতরে যুক্তরাজ্যে বসবাসরত সকল ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে সম্মেলন এর মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগীতা কামনা করেন।

জুড়ীরসময়/ডেস্ক/জামান