ব্যাডমিন্টন হোক বিনোদন, নয় মৃত্যুর কারণ

ব্যাডমিন্টন হোক বিনোদন, নয় মৃত্যুর কারণ


খালেদ মাসুদ::

শীতকালে ব্যাডমিন্টন খুবই জনপ্রিয় খেলা এদেশে। শহর থেকে গ্রাম, পাড়া- মহল্লা প্রত্যেক জায়গায় চলে খেলা। রাতে শীত নিবারন ও আনন্দের জন্য যুবকদের প্রথম পছন্দ ব্যাডমিন্টন খেলা। শরীরচর্চা হলো,  আনন্দও হলো। যার জন্য যুবকদের কাছে দিন দিন চাহিদা বাড়ছে। শহরে ইনডোরে খেলার ব্যবস্থা থাকলেও গ্রামে খোলা জায়গায় খেলার ব্যবস্থা করা হয়।

মেইন লাইন বা কারো বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে খেলা হয়। গ্রামে শীতের সময় প্রচুর টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অনেক নামি-দামি প্লেয়াররা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখান। গ্রামের লোকজন এইসব টুর্নামেন্ট ভালোই উপভোগ করে। খেলার মৌসুমে খেলা সামগ্রী বিক্রিতেও লাভ বেশিই হয়।

এতো আনন্দ আর বিনোদনের মাঝে ঘটে যায় হৃদয় বিদারক কিছু ঘটনা। প্রতিবছর বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অনেকে মৃত্যুর কুলে পড়ে যান। রাতের বেলা ব্যাডমিন্টন মাঠে বিদ্যুতের প্রধান দুটি উৎস হল মেইন লাইন ও কারো বাড়ি হতে সংযোগ। মেইন লাইন থেকে সংযোগ দিয়ে অনেক জায়গায় খেলা হয়। এতে রাষ্ট্রের প্রচুর বিদ্যুৎ চুরি হয়। যার হিসাব বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের থাকে না। যার কারণে যা সিস্টেম লস হিসেবেই পরিগণিত হচ্ছে। বর্তমানে পাওয়ার প্লান্ট ভেদে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে প্রয়োজন পড়ে ১৬-১৭ টাকা। যখন বিদ্যুৎ চুরি হয়ে যাচ্ছে তখন সম্পূর্ণভাবেই পুরো টাকাই হিসাববিহীনভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেশের জন্য বিরাট ক্ষতি।

মেইন লাইনে অবৈধ সংযোগ দিতে গিয়ে অনেকে র্দুগটনার স্বীকার হচ্ছেন। গত ২৩ নভেম্বর ফরিদপুরে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে ইয়াছিন (১৩) নামে এক মাদ্রাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনালে গত ২২ ডিসেম্বর ব্যাডমিন্টন মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা যান রিফাত আহমেদ নামে ১৭ বছরের যুবক। প্রতি বছর এভাবে অনেকের মৃত্যু হয় ব্যাডমিন্টন খেলা বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে।

পাড়া মহল্লায় খেলাধুলার চর্চা থাকাটা অত্যন্ত জরুরী। এতে করে যুবকরা বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে নিজেদের নিরাপদ আসতে পারেন। ব্যাডমিন্টনে বিদ্যুৎ যদি পূর্ণ থাকায় খেলোয়ারদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকের সচেতন হওয়া জরুরী। খেলাধুলা হক নিরাপদ, কোনো মৃত্যুর কারণ নয়।

লেখক: উপ সাহিত্য সম্পাদক, জুড়ীরসময়

জুড়ীরসময়/খালেদ/সাইফুল্লাহ