ডেস্ক রিপোর্ট::
সিলেটের বিয়ানীবাজারে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসা দুটি মেছোবাঘ আটক করেছিলেন স্থানীয়রা। বাঘ দুটি উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় সিলেটের টিলাগড় ইকোপার্কে পরিবেশকর্মী ও বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিততে অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের শেরপুর গ্রামে একে একে ১১টি ছাগল হারিয়ে যায়। ছাগলগুলোর ছিন্ন বিচ্ছিন্ন কিছু হাড় খোঁজে পায় গ্রামবাসী। পরে, ফাঁদ পেতে দুটি মেছোবাঘ আটক করেন তারা।
স্থানীয় বাসিন্দা, প্রাণী প্রেমী সাব্বির হোসেন জানান, ফাঁদে একটি মেছোবাঘ আটকের পর এলাকাবাসী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে এটি উদ্ধারের অনুরোধ জানাই। এর দুই দিন পর প্রথম দফায় বন বিভাগের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে একটি উদ্ধার করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে ফের আরেকটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়ে।
শুক্রবার সন্ধ্যায় টিলাগড় ইকোপার্কে বাঘ দুটি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরিবেশবাদী ও প্রাণি অধিকার নিয়ে কাজ
জুড়ীরসময়/এএইচ/হোসাইন