কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নৌকার প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ ৭ম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে বিগত ৬ বারের এমপি ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়লেন আব্দুস শহীদ।
মোঃ আব্দুস শহীদ বাংলাদেশের একজন শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি মৌলভীবাজার ৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একই আসন থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬-২০০০ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ, ২০০১-২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, ২০০৯-২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি মার্কা) ৫৩৯০ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ আনোয়ার হোসাইন (মিনার মার্কা) ৫০৬৮ ভোট, এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুস শহীদ (নৌকা) ২১২৪৯১ (বিজয়ী) ভোট পেয়ে ৭ম বারের মত নির্বাচিত হয়েছেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন