এক নজরে মৌলভীবাজার ৪ টি সংসদীয় আসনের ফলাফল

এক নজরে মৌলভীবাজার ৪ টি সংসদীয় আসনের ফলাফল

জুড়ীরসময় ডেস্ক::

মৌলভীবাজার জেলার ৪ টি আসনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ভোট গননা শেষে সন্ধ্যার পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

মৌলভীবাজার-১ মোট কেন্দ্র- ১১২টি, প্রাপ্ত কেন্দ্র- ১১২টি  শাহাব উদ্দিন( আওয়ামীলীগ) নৌকা ১৩৬৩০৮ ভোট (বেসরকারীভাবে জয়ী)। নিকটতম আহমেদ রিয়াজ উদ্দিন ( জাতীয় পার্টি) লাঙ্গল ৩০৯৮ ভোট। 

মৌলভীবাজার-২ মোট কেন্দ্র- ১০৩টি, প্রাপ্ত কেন্দ্র- ১০৩টি শফিউল আলম চৌধুরী নাদেল (আওয়ামীলীগ) নৌকা ৭২৭১৮ ভোট (বেসরকারীভাবে জয়ী)। নিকটতম এ কে এম সফি আহমদ সলমান  ( স্বতন্ত্র) ট্রাক ১৫৫৫২ ভোট।

মৌলভীবাজার-৩ মোট কেন্দ্র- ১৭৪টি, প্রাপ্ত কেন্দ্র ১৭৪টি মোহাম্মদ জিল্লুর রহমান ( আওয়ামীলীগ) নৌকা ১৬৭৮৪৬ ভোট ( বেসরকারীভাবে জয়ী)। নিকটতম আলতাফুর রহমান ( জাতীয় পার্টি) লাঙ্গল পেয়েছেন ২৬৯৮ ভোট।

মৌলভীবাজার-৪ মোট কেন্দ্র- ১৬০টি,  প্রাপ্ত কেন্দ্র-  ১৬০টি।  আব্দুস শহীদ ( আওয়ামীলীগ)নৌকা ২১২৪৯১ ভোট।  নিকটতম আব্দুল মুহিদ হাসানী( ইসলামী ফ্রন্ট) মোমবাতি পেয়েছেন ৫৩৯০  ভোট।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন