খালেদ মাসুদ:
সূর্য ডুবে যাবার পর শীতের রাতে গ্রামে কোথাও ব্যাডমিন্টন, কোথাও ফুটবল ও ক্রিকেট খেলা। শরীর গরমের জন্য দিনের খেলা চলে যাচ্ছে রাতে। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ মাঠে চলছে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সার্বিক সহযোগিতায় ও গোয়ালবাড়ী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে "চেয়ারম্যান কাপ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪"।
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্লাবগুলো তাদের খেলার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। অতিথি তারকাদের ভিড়ে স্থানীয় তারকারাও তাদের ক্রিকেট জ্ঞানের প্রমান দিয়ে যাচ্ছেন। দেশের নামকরা টেপ টেনিস প্লেয়াররা খেলছেন একেক দলে।
মাগরিবের নামাজের পরপরই বিভিন্ন এলাকার ক্রিকেট প্রেমিরা আসতে থাকেন মাঠে। প্রিয় দলের সর্মথন কিংবা তারকা ক্রিকেটারদের খেলা দেখতে ভীড় জমান।মাঠ ভর্তি দর্শক আর উত্তেজনাপূর্ন ম্যাচ খুবই উপভোগ্য।
কুয়াশার চাদরে কলেজ মাঠ ঢেকে দিলেও চোখের পাতা মাঠ থেকে সরে না। কখন কি হয়। মুহুর্তে খেলার মোড় পরিবর্তন হচ্ছে। সজাগ দৃষ্টি আর রোমাঞ্চকর অভিজ্ঞতার হাতছানি প্রতিক্ষণ। প্রত্যেক ম্যাচে শতশত দর্শকের উপস্থিতি দেখা যায়। শেষের পথে চেয়ারম্যান কাপ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪। উপভোগ্য এই আয়োজন চলতে থাকুক।
লেখক: উপ-সাহিত্য সম্পাদক, জুড়ীর সময়
জুড়ীরসময়/ডেস্ক/জামান