নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জয়নাল আবেদীন শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৬ ঘটিকায় ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের জানাযার নামাজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের সময় মধ্য বাছিরপুর-আমতৈল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।
জায়নাল আবেদিন (৫১) মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে জটিল কিছু রোগে ভোগছিলেন।
এদিকে জয়নাল আবেদীন মেম্বারের মৃত্যুতে গভীরশোক প্রকাশ করেছেন জুড়ীরসময়ের প্রকাশক আব্দুস সামাদ রাজু ও সম্পাদক আশরাফ আলী।
এক শোক বার্তায় তারা বলেন, জয়নাল আবেদীন এলাকায় অত্যান্ত জনপ্রিয় ও সৎ মেম্বার হিসেবে পরিচিত ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিকট প্রতিদ্বন্দ্বী কে বিপুল ভোটে পরাজিত করেন। তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানও নির্বাচিত হন। জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে জটিল কিছু রোগে ভোগছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক তার বান্দাকে দুনিয়ার ভুলত্রুটি ক্ষমা করে পরকালীন জীবনে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন