মেহেদী হাসান::
মৌলভীবাজার ও সিলেট থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা কুলাউড়ার আবুল হাসান রাজু, বড়লেখার এবাদত হোসেন, তানজিম সাকিব, ইকবাল হাসান ইমন সহ অসংখ্য ক্রিকেটারকে কোচিং করিয়েছেন রাসেল আহমেদ। মানসম্মত ক্রিকেটার তৈরি ও পরিচর্যায় সিলেট বিভাগীয় এবং মৌলভীবাজার জেলার ক্রিকেট অঙ্গনের কর্মকর্তাগণের সবসময়ের ভরসার নাম ছিল রাসেল আহমেদ।
আগামী ১৯ জানুয়ারী মাঠে গড়াতে যাচ্ছে দেশের প্রধান ও বৃহত্তর টি টুয়েন্টি আয়োজন বিপিএল সিজন ১০ এর খেলা। যেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজি টীম দেশীয় ও আত্মর্জাতিক তারকাদের নিয়ে গঠিত হয়েছে। সামাজিক মাধ্যমে দর্শক প্রতিক্রিয়ায় যে আসরটি দেশের ভেতরে ও আন্তর্জাতিক বাংলাদেশী কমিউনিটি মহলে সবসময় ১ নম্বরে ট্রেন্ডিং থাকে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন