নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রতিহিংসার বলি হয়েছে মালামাল সহ দোকানঘর। এতে আগুনে পুড়ে প্রায় ২০-২২ লাখ টাকার মালামাল সহ সম্পূর্ণ দোকান।
জানা যায়,উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের আতিয়াবাগ চা বাগান ফ্যাক্টরীর পাশে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনুর ভাই আসুক আহমদের একটি বড় টেশনারির দোকান ছিল। চাল, ডাল সহ সব ধরনের পন্য ছিল এ দোকানে।
রবিবার ভোর সাড়ে তিনটার দিকে মালিকের কাছে খবর আসে দোকানে আগুন লাগার।দোকান থেকে একটু দূরে থাকা মালিক খবর পেয়ে বাড়ি থেকে দোকানে গিয়ে যখন আগুন দেখলেন তখন সব পুড়ে ছাই হয়ে গেছে। জুড়ী ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।দোকানের মালিক আসুক আহমদের ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে গিয়ে দেখি সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে বিদ্যুৎ থেকে আগুন লাগে নি। আমাদের সাথে কিছু মানুষের শত্রুতা রয়েছে তারাই হয়তো আগুন দিয়েছে।এতে প্রায় ২০-২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
পরে জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শন করেছেন।জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন