জুড়ীতে হেক্সাসের চমকপ্রদ আয়োজন



বিশেষ প্রতিবেদক::

দীর্ঘ সাত বছর থেকে জুড়ীতে ইংরেজি শিক্ষা ও আইসিটি বিষয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে হেক্সাস জুড়ী ব্রাঞ্চ। 

স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, বেসিক কম্পিউটার কোর্সগুলোর পাশাপাশি এই প্রতিষ্ঠানটি নতুন ভাবে গত এক বছর থেকে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীর বিভিন্ন লেভেলে  (১ম - ৪র্থ শ্রেণি লেভেল ০১, ৫ম - ৮ম শ্রেণি লেভেল ০২ এবং ৯ম - ১০ম শ্রেণি লেভেল ০৩) পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। 

তারই ধারাবাহিকতায় আজ (১লা ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৯টায় দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় তাদের কিডস ইংলিশ এর ওরিয়েন্টেশন ক্লাস। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার দুই শিফটে (সকাল ৯ঃ৩০ থেকে ১১ঃ৩০ এবং দুপুর ২ঃ৩০ থেকে ৪ঃ৩০) ক্লাস কার্যক্রম চলবে। ওরিয়েন্টেশন ক্লাসে প্রত্যেক লেভেলে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন হেক্সাস জুড়ী শাখার এমডি মোঃ সিরাজুল ইসলাম জসিম এবং  অত্র প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর আশরাফুল ইসলাম, আতিকুল ইসলাম, ইমরান নাজির ও সুপ্রিয়া সূত্রধর ঐশি। 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের সহযোগীতায় এই প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবী করেন হেক্সাস জুড়ী ব্রাঞ্চের ম্যানেজার রিপন দাশ। 

ব্রাঞ্চের বর্তমান এমডি সিরাজুল ইসলাম জসিম জানান, গত ১ বছরে তিনটি সেশন সম্পন্ন করে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী সফলভাবে কোর্সটি করতে সক্ষম হন এবং তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এই সেশনেও শুধু মর্নিং শিফটে দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও ডে শিফটে আরো দেড় শতাধিক শিক্ষার্থী কোর্সটি করতে পারবেন বলে নিশ্চিত করেন। 

তিনি বলেন, এই কোর্সের পাশাপাশি বিদেশে উচ্চ শিক্ষা ও স্থায়ী বসবাসের জন্য তারা শিক্ষার্থীদের জন্য আরো তিনটি কোর্স চালু রেখেছেন। কোর্স গুলো হচ্ছে আইইএলটিএস একাডেমিক, আইইএলটিএস জেনারেল ট্রেনিং, আইইএলটিএস লাইফস্কিলস। কম্পিউটারের দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স। ইংরেজির জড়তা দূর করার জন্য রয়েছে স্পোকেন ইংলিশ। 

প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় সাফল্য এবং আন্তরিকতায় মুগ্ধ অভিভাবক সহ শিক্ষার্থীরা বলে জানান তিনি।

জুড়ীরসময়/ডেস্ক/এএ