নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আওয়ামীলীগ নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে আছি। গাড়িঘোড়া চলছে, দোকানপাট খুলছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছেন। কিন্তু যারা অবরোধের নামে জ্বালাও পুড়াও করবে, সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে সোমবার (০৬ নভেম্বর) সকালে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় দেখতে চাই। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে আমাদের সংসদীয় আসন। আমরা আবারও প্রধানমন্ত্রীকে এই আসন থেকে বিজয় উপহার দিতে চাই। এখানের মানুষ হরতাল অবরোধ অতীতেও মানে নি, বর্তমানেও মানবে না। আমরা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় রাজপথে আছি।
অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল করেছেন
শান্তি মিছিল জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ মুমিত আসুক চত্ত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান প্রমুখ। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুড়ীরসময়/খোর্শেদ/জামান