নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন সোনার বাংলা একতা সংঘের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করা ও জনর্দুভোগ লাগবের জন্য রাস্তা পরিষ্কারকরণ কর্মসূচি পালন হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর ) সোনার বাংলা একতা সংঘের সভাপতি তারেকুল ইসলামের নেতৃত্বে ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন ও ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্ত সড়ক আতিয়াবাগ রোডের অর্ধকিলোমিটার রাস্তার দু'পাশ ও যাত্রীছাউনি পরিষ্কার করেন তারা।
এসময় গোয়ালবাড়ী যাত্রী ছাউনির চুরি হওয়া টিউবওয়েলর স্থানে নতুন টিউবওয়েল স্থাপন ও যাত্রী ছাউনি মেরামতের জন্য গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সাথে আলোচনা করা হয়। তিনি দ্রুত কাজ করার আশ্বাস দেন।
সোনার বাংলা একতা সংঘের সভাপতি তারেকুল ইসলাম বলেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে। সংগঠনের লক্ষ্য মতে কাজ করছি আমরা। আমরা সবাই যদি এভাবে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেই। আশাকরি আমরা সুন্দর গ্রাম, রাস্তা, এলাকা গড়তে পারব।
পরিষ্কারকরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা একতা সংঘের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুদ, অর্থ সম্পাদক সোহান মুন্তাসির, কবির আহমেদ, লিমন, তামিম, হাসান, সায়মন ও রানা।
জুড়ীরসময়/মাসুদ/হোসাইন