ফুলতলা ইসলামিক সোসাইটির আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ফুলতলা ইসলামিক সোসাইটির আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত


বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বাজারে ফুলতলা ইসলামিক সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ফুলতলা ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিরের সঞ্চালনায় ও সংগঠনের বর্তমান সভাপতি নুরুল ইসলাম সুহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী মোঃ রফিক উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সংগঠনের সহ-সভাপতি আব্দুর রশিদ ডালিম, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী তাপস,  আক্কেল আলী, গোলাম কিবরিয়া কবির, আলাউদ্দিন আলাই, মুজিবুর রহমান, আফজাল হোসেন,  আব্দুস সামাদ,  আব্দুস বাছিত, সায়েফ আহমদ প্রমূখ।

বক্তারা বলেন- প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এই সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথিরা বলেন- জন্মভূমি নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যে কোন সামাজিক কর্মকান্ডে-কাজ করে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দরা প্রবাসীদের সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান ও প্রবাসীদের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

জুড়ীরসময়/রুমেল/জামান