মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান গ্রেফতার

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে জুড়ী শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯নং এজাহারভুক্ত আসামি ছিলেন মাওলানা আব্দুর রহমান।

জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন মাওলানা আব্দুর রহমান কে গ্রেফতারের কথা স্বীকার করেন। শনিবার মাওলানা আব্দুর রহমানকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ০৫ অক্টোবর জুড়ীতে তত্বাবধায়ক সরকারের দাবীতে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো। মিছিলের পর পুলিশ ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর মামলা করে। পুলিশের করা এই মামলায় মৃত ব্যক্তি ও প্রবাসীদের আসামী করা হয়। যা নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে। তৈরী হয় মিশ্র প্রতিক্রিয়ার।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন