আবিদ হোসাইন::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গন গ্রামের রাস্তা থেকে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) স্থানীয় কয়েকজন লোক ইউপি সদস্য শরফ উদ্দিন এর দোকানের পাশে রাস্তায় দেখতে পান অজগরটি। পরে তাদের মধ্যে কয়েকজন মিলে কৌশলে সাপটি কে বস্তাবন্দি করে বন বিভাগ কে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী আমির উজ্জ্বল বলেন, সাপটি কে রাস্তায় দেখতে পেয়ে আমরা আার থেকে পাঁচজন সহ এলাকার মানুষদের সহযোগিতায় সাপটি কে বস্তায় ভরি এবং বন বিভাগ কে খবর দেই। বস্তাবন্দি করার পর অনেক মানুষের ভিড় জমে যায়, রাত ৮ টায় সাপটি ধরি এবং আনুমানিক রাত ১০ টায় বন বিভাগের লোক এসে নিয়ে যান। অনেকে মারতে চেয়েছেন আমরা মারতে দেইনি।
ছবি: জুড়ীর সময়
পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আজিজুর রহমান মুজাহিদ বলেন, এখনকার মানুষ বন্যপ্রাণী সম্পর্কে যথেষ্ট সচেতন। সাম্প্রতিক বেশ কিছু অজগর উদ্ধার করেছে আমাদের টিম, তবে কেন দিন দিন নিজ আবাসস্থল অর্থাৎ বনহারা হচ্ছে প্রাণীগুলো এর তদন্ত করা জরুরি।
লাঠিটিলা বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আমরা সাপ হেন্ডেলিং জানি না। বন্যপ্রাণী সমন্ধে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। বন্যপ্রাণী ও ফরেস্ট্রি আলাদা আলাদা সেক্টরের কাজ। লাঠিটিলা বিটে বন্যপ্রাণী বিভাগের একটা রোম রয়েছে, কিন্তু বন্যপ্রাণীর কোন লোক নেই, সব সময় জনবল সংকট। এখানে একজন বন্যপ্রাণী বিভাগের লোক দেওয়া হলে আমাদের কাজ আরো সহজ হবে।
সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, সাপটির খবর পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের মাধ্যমে। এর পর গতকাল রাতে স্থানীয়দের সহযোগিতায় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগ সাপটি উদ্ধার করে জুড়ী রেঞ্জ অফিসে নিয়ে আসেন। আজ সকাল সাড়ে ১১ টায় লাঠিটিলা বিটের লাঠিছড়া এলাকায় একটি পরিত্যক্ত হান্ডরের পাশে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বনের একটা অংশ বন ও বন্যপ্রাণী রক্ষায় এভাবে'ই আমরা সক্রিয় রয়েছি।
জুড়ীরসময়/ডেস্ক/এএইচ