জুড়ীতে ঘর থেকে টাকা চুরি, মূলহোতা ছাত্রলীগ নেতা

জুড়ীতে ঘর থেকে টাকা চুরি, মূলহোতা ছাত্রলীগ নেতা #জুড়িরসময়_bangladesh, #জুড়িরসময় #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীরসময় #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jurirsomoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,
নিজস্ব প্রতিবেদক:: 
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিনব কায়দায় মেশিন দিয়ে বাড়ির গ্লাস কেটে চুরি হয় ৩ লক্ষ টাকা। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ২ চোরকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনার মুলহোতা আল আমিন ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা গেছে। 

এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট রাতে উপজেলার বেলাগাঁও গ্রামের গোশত ব্যবসায়ী করিম মিয়ার বাড়ির গ্লাস কেটে ঘরে থাকা প্রায় ৩ লক্ষ টাকা অজ্ঞাত একটি চক্র নিয়ে যায়। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জুড়ী থানাকে অবগত করেন।

এঘটনায় পর দিন সকালে ১৭ আগষ্ট জুড়ী বাজারে গ্লাস ঘরে এসে তারা খোজ খবর নেন বিগত ২ দিনে কারা গ্লাস কাটার মেশিন কিনেছে। সেখানে জুড়ী গ্লাস ঘরের দোকান থেকে জাবেদ নামের একটি ছেলে গ্লাস কাটার মেশিন কিনেছে বলে সিসি ক্যামেরায় পাওয়া যায়। করিম মিয়া এলাকার কয়েকজনের সহযোগিতায় একই গ্রামের জাবেদ মিয়াকে সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।

সেখানে স্থানীয় কয়েকজনের জিজ্ঞাসায় তারা স্বীকার করে যে, স্থানীয় আল আমিনের নেতৃত্বে সাজু, জাবেদ, গৌছ এই চারজন মিলে চুরি করে টাকা আল আমিনের কাছে রেখেছে। আল আমিন পলাতক থাকায় তার সহযোগী সাজু, গৌছকে ধরে আনা হয়। ঐ দিন রাত ১২ পর্যন্ত কোন সমাধান না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান জাবেদ, সাজু, গৌছ কে জুড়ী থানায় সোপর্দ করেন।

১৭ আগষ্ট মঙ্গলবার রাতে আল আমিনের পিতা ফিরোজ মিয়া বাদী করিম মিয়ার বাড়িতে গিয়ে টাকা ফেরত দিবেন মর্মে ক্ষমা চান। আল আমিন উপজেলা ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা  জানান, চুরির মূল হোতা আল আমিন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে চুরি সহ আরোও একাধিক অভিযোগ রয়েছে।

জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, প্রথমে জাবেদ স্বীকার করেনি, পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর পর স্বীকার করে সে সহ কারা কারা এ চুরিতে জড়িত ছিল।

এ ঘটনার সাথে জড়িত আল আমিন ছাত্রলীগের সাথে জড়িত বলে নিশ্চিত করে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল বলেন, সে ছাত্রলীগের কোন পদে নেই।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জুড়ীরসময়কে বলেন, আসামি ও বাদীর কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে ৩ লক্ষ টাকা চুরি হয়েছে।

তিনি বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান এবং তাদের মধ্যে আপোষ হয়েছে। আসামি ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/এস