নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ীতে আঁধার পেরিয়ে স্লোগান নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) রাত ৯ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।
দৈনিক কালবেলার জুড়ী উপজেলা প্রতিনিধি আদনান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির।
এছাড়াও জুড়ী উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন, দেশের শ্বাসরুদ্ধকর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা। অচলায়তন ভাঙার দৃপ্ত শপথে ‘আঁধার পেরিয়ে’ স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকায় আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর—তা ফুটিয়ে তুলতে প্রাণান্তকর প্রচেষ্টা ছিল পত্রিকার প্রতিটি পাতাজুড়ে। চলতে চলতে পাঠকপ্রিয়তার শীর্ষে ওঠা নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক কালবেলা অতিক্রম করল নবযাত্রার এক বছর। তারুণ্যোদীপ্ত সংবাদকর্মী, দক্ষ ব্যবস্থাপনার মিশেলে দেশের গণমাধ্যম জগতে এখন শক্তিশালী নাম দৈনিক কালবেলা।
জুড়ীরসময়/এডি/জামান