জুড়ীতে বন্যপ্রাণী রক্ষায় ১ দিনের সচেতনমূলক কর্মসূচি

জুড়ীতে বন্যপ্রাণী রক্ষায় ১ দিনের সচেতনমূলক কর্মসূচি













নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজের জুড়ী উপজেলায় ৩ টি স্থানে দিন ব্যাপী পালিত হয়েছে বন্যপ্রাণী রক্ষায় সচেতনমূলক কর্মশালা ও আলোচনা সভা। 

সোমবার (২৬ ডিসেম্বর) প্রথমে পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সাথে বন্যপ্রাণী আইন বিধিমালা ও নীতিমালা নিয়ে আলোচনা করেন বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সেচ্ছাসেবীদের যৌথ পরিচালনায় জুড়ীর হাকালুকি হাওর, লাঠিটিলা সংরক্ষিত বন এলাকা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ সহ তিনটি স্থানে সচেতনমূলক সভা অনুষ্টিত হয়। 

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বন্যপ্রাণী সমন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে হাকালুকি হাওর ও লাঠিটিলায় দুটি স্থানে পাথারিয়া টিম সহ পথসভায় সাধারণ মানুষকে বন্যপ্রাণী চেনানো ও আইন সমন্ধে বুঝানো হয়।

জুড়ীরসময়/খোর্শেদ/হোসাইন