ভুল নাম্বারে চলে যাওয়া টাকা ওসির সহায়তায় ফিরে পেলেন

নিজস্ব প্রতিবেদক::

সৌদি আরব থেকে বিকাশে ভূল নাম্বারে পাঠানো টাকা জুড়ী থানার ওসির সহযোগিতায় উদ্ধার হয়েছে।

জুড়ী উপজেলার জায়ফর নগর গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিক সেখানে কর্মরত স্থানের পাশ্ববর্তী একটি দোকান থেকে গত ২৪ জুন ২৫ হাজার টাকা দেশে পাঠান।পরবর্তীতে টাকা না আসায় খোজ খবর নিয়ে জানতে পারেন যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেখানের দোকানদারের কারনে একটি নাম্বার ভূল হওয়ায় টাকাগুলো অন্য একটি বিকাশ নাম্বারে  চলে গেছে।

সৌদি প্রবাসীর ভাই জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর কাছে অভিযোগ দায়ের করলে তিনি  ঐ নাম্বারের ব্যক্তিকে সনাক্ত করেন।তার বাড়ি বগুড়ার দৌলতপুর থানার রামেশ্বরপুর গ্রামে।

সেখানকার ওসি কে বিষয়টি মোবাইল ফোনে অবগত করলে ২৫ জুলাই রাতে এসআই আব্দুল খালেক আল আমিন নামের ঐ ব্যক্তিকে থাকায় ডেকে আনেন। পরবর্তীতে ঐ ব্যক্তি টাকার কথা স্বীকার করে টাকা ফেরত দিলে এসআই আব্দুল খালেক টাকার মালিকের ভাইকে বিকাশে টাকাগুলো প্রেরন করেন।

সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, দোকানদারের ভূলে টাকাগুলো ভূল নাম্বারে যাওয়ায় আমি চিন্তিত ছিলাম।আমার অর্ধেক মাসের বেতনের ঐ টাকাগুলো ফিরে পাওয়ায় আমি অনেক খুশি।আমাদের দেশের আইনের মানুষগুলো চেষ্টা করলে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারেন এর উদহারন হয়ে থাকবে এই টাকাগুলো।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, জনৈক প্রবাসীর ভাই এবং প্রবাসী আমার সাথে যোগাযোগ করলে আমি ঐ নাম্বারের ব্যক্তির ভোটার তালিকা  সংগ্রহ করে তার ঠিকানা খুজে বের করি পরবর্তীতে সেখানকার ওসির সাথে যোগাযোগ করে টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করি।


জুড়ীরসময় /ডেস্ক /আশরাফ /এবিডি