হাকালুকি হাওরে পোনা মাছ নিধন, মোবাইল কোর্টে জরিমানা

 


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) বিকেলে হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া  সুলতানা। এ অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু ইউসুফ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও  মৎস্য অধিদপ্তরের যৌথ পরিচালনায় হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান কালে দুই ব্যক্তিকে অবৈধভাবে মাছ শিকারের দায়ে মৎস্য আইনে ৬০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন মর্মে মুছলেখা নেওয়া হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া  সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জুড়ীরসময়/ ডেস্ক /খুর্শেদ /এবিডি