জুড়ীতে এক রাতে ১০ দোকানে চুরি, আটক-১

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক রাতে ১০ টি  দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 


এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মুন্না আহমদ (২৬) নামে একজনকে আটক করেছে । সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাই এর ছেলে।


চুরির খবর পেয়ে জুড়ী  থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন  করে। দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে  ক্যাশ বাক্সের  টাকা এবং মালামাল নিয়ে গেছে বলে  দোকান মালিকরা জানিয়েছেন। তবে এধরনের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত দুইটার পর উপজেলার কামিনীগঞ্জ বাজারের মনির ট্রেডার্স-২, এস এম ট্রেডার্স, জে গ্রুপ এন্টারপ্রাইজ, লামাবাজার  এলাকার আবুল কাসেম  ফার্মেসী, শাহজালাল ফার্মেসী, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের দোকান, আকরামের হাড়ি পাতিলের দোকানে চুরির ঘটনা ঘটে।


জে গ্রুপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জমশেদুল ইসলাম জানান, চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশ বাক্সে থাকা ১০/১২ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া দোকানে রাখা রবিরবাজার মসজিদের দান বক্সের টাকার পাশাপাশি অনেক মালামাল  মালামাল নিয়ে গেছে। 


মনির ট্রেডার্স-২ এর স্বত্বাধিকারী সোহেল আহমদ বলেন, আমার দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে  ২৬/২৭ হাজার টাকা নিয়ে গেছে।


এ ব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাই এর ছেলে মুন্নাকে এ ঘটনায় আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বাকিদের আটকে অভিযান চলছে।


জুড়ীরসময় /ডেস্ক /আশরাফ/ এবিডি