জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

 


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার জুড়ী-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের মানিকসিংহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম ও আল আমিন তালুকদার জানান, দেওয়ান নাজিম উদ্দিন এন্টারপ্রাইজ (সিলেট জ  ১১-০২৯৭) এর বাসটি জুড়ী থেকে কুলাউড়ায় যাওয়ার পথে মানিকসিংহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি   মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ি উল্টে ২০/২৫ জন‌ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় কবলিত গাড়ীতে থাকা সিলেটের মোগলা বাজারের বাসিন্দা তারেকুল ইসলাম (১৭) জানান, হঠাৎ কিছু বুঝে উঠার আগেই গাড়িটি খাদে পড়ে যায়। আমরা গাড়ীতে ২০/২৫ জন যাত্রী ছিলাম। আকস্মিক এ ঘটনায় সবাই কমবেশি আহত হয়েছে। 

এ বিষয়ে জুড়ী থানার এসআই বাদল জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মোঃ কাইয়ুম বলেন,  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

জুড়ীরসময়/ডেস্ক/এএ