নিজস্ব প্রতিবেদক::
সবুজ প্রকৃতিকে বাঁচাতে সোনার বাংলা একতা সংঘের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সোনার বাংলা একতা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশ কিছু গাছ রোপন করা হয়। এসময় ফলজ গাছ কাঁঠাল, আকাশমনি, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। গত কয়েকদিন থেকে তাপমাত্রা ৩৪° এর নিচে থাকছে না। বিভিন্নভাবে নির্ণয় করা হচ্ছে এই দুর্দান্ত পরিস্থিতির মূল কারণ বন ধ্বংস ও সবুজ পরিবেশের অধঃপতন সেই অনুপাতে ভবিষ্যৎ আরও ভয়ংকর রূপ নিতে পারে, এই প্রেক্ষিতে সোনার বাংলা একতা সংঘ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী ফয়জুর রহমান, সোনার বাংলা একতা সংঘের সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, শিব্বির আহমদ, খালেদ মাসুদ, নিহাদ হোসেন, সোহান মুন্তাসির, জুবায়ের, নাফিসহ আরও অনেকে।
সংগঠনের সদস্য খালেদ মাসুদ জানান, আমাদের বৃক্ষরোপন কর্মসূচী চলবে। এছাড়াও বৃক্ষরোপণ এর জন্য বৃক্ষ বিতরণ করা হবে মানুষের মধ্যে। এই পরিকল্পনা হাতে নিয়েছে সোনার বাংলা একতা সংঘ।
জুড়ীরসময় /ডেস্ক /আবিদ/ খালেদ /এবিডি