পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার



মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজারের হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। 

সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ারুল কাদির ও অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। 
সেমিনারে বিভিন্ন মসজিদের ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, সিলেট বিভাগের চার জেলার হাওরাঞ্চলের মসজিদের ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)র একটি প্রকল্প।

এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আলোচনা করা হয়।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ