এএসডি ফেলোশিপ পেলেন মানবকণ্ঠের সেলিম

এএসডি ফেলোশিপ পেলেন মানবকণ্ঠের সেলিম


নিজস্ব প্রতিবেদক::

শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ফেলোশিপ-২০২১ পেলেন মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাবর রোডে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে মনোনীত সেলিমসহ নির্বাচিত মোট ৪ জনের হাতে ২০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া দেয়া হয়।

ফোলোশিপের জন্য নির্বাচিত বাকিরা হলেন- টেলিভিশন ক্যাটাগরিতে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মো. শারফুল আলম, রেডিও ক্যাটাগরিতে রেডিও টুডের স্টাফ রিপোর্টার সাখাওয়াত সুমন, অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলা। 

অনুষ্ঠানে এএসডির কর্মসূচি পরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ, এএসডির কো-অর্ডিনেটর এম. এ. করিম, ডিসিএইচআর প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা, কো-অর্ডিনেটর, অ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন মো. ইসহাক ফারুকী, প্রকল্প কর্মকর্তা গুল-ই-জান্নাত জেনি, ফিল্ড সুপারভাইজার সত্যব্রত দাস।

সাংবাদিক সেলিম আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। এলাকায় সাংবাদিকতা করলেও এখন তিনি স্থায়ীভাবে রাজধানীতে সাংবাদিকতা করছেন।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ