বিজয়ের মেলা

বিজয়ের মেলা


 বিজয়ের মেলা

মোঃ জাবেদ আহমদ-

সাত লক্ষ প্রবিত্র রক্তের মিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলো যারা
তাদের তরে স্মরণ করে
পালিত হয় ১৬ই ডিসেম্বর
বিজয় দিবস।

ছেলে হারা মায়ের কান্না
দেখে আজ কে?
পথের দিকে চেয়ে আছে
ছেলেঃ চলে যাবার দিকে।

যে পথে গিয়াছে অস্ত্র হাতে নিয়ে
আসবে ফিরে সবার মাঝে
বিজয় মালা নিয়ে।
উড়বে হাতে লাল-সবুজের পতাকা
সেই দিন হবে আমাদের স্বাধীনতা।

রাখবে ধরে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা,
হারিয়ে যেতে দেব না আর
লাল-সবুজের দেশটা।

লেখক: বাংলাদেশ স্কাউটস,
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

জুড়ীরসময়/ডেস্ক/এস