বিজয় দিবস: জুড়ী থানার সহযোগিতায় কাবাডি প্রতিযোগিতা

বিজয় দিবস: জুড়ী থানার সহযোগিতায় কাবাডি প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক::

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবসে মৌলভীবাজারের জুড়ী থানার সার্বিক সহযোগিতায় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) সকাল  সাড়ে ১১ টায় টিএন খানম সরকারি কলেজ মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, থানার তদন্ত ওসি আবুল কালাম সহ আরোও অনেকে। খেলা শেষে বিজয়ী দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।

জুড়ীরসময়/মনিরুল/এস