ইউপি নির্বাচন জুড়ী: প্রতিক নিতে এসে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন

ইউপি নির্বাচন জুড়ী: পতিক নিতে এসে প্রার্থীদের আচরণ বিধি লঙ্গন


নিজস্ব প্রতিবেদক:: 

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন। আজ ২৭ অক্টোবর ছিলো পতিক বরাদ্দের দিন। পতিক নিতে এসে আচরণবিধি লঙ্গন করতে দেখা যায় প্রার্থীদের। 

দুপুর থেকেই জুড়ী উপজেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হতে থাকে। প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে পতিক নিতে। বিভিন্ন স্লোগানে দলবদ্ধ হয়ে মিছিলও করতে দেখা যায়।  

উপজেলার সচেতন মহল বলছে, এতে একদিকে লঙ্ঘন হয়েছে নির্বাচনী বিধিমালা, অন্যদিকে নির্বাচন অফিস উপজেলা প্রাঙ্গণে হওয়ায় বিভিন্ন কাজে আসা মানুষ ভোগান্তিতে পড়েন। আবার মোটরসাইকেল শোডাউন করায় রাস্তাঘাটে জ্যামের তৈরি হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান জুড়ীরসময়কে বলেন, মনোনয়ন জমা দেয়ার সময় একজন প্রার্থী সবোর্চ্চ ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। এবং প্রতীক নেয়ার সময় সর্বোচ্চ তিনজন ব্যক্তিকে নিয়ে আসা যাবে। তবে আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনী দায়িত্বে ছিলেন। 

জুড়ীরসময়/ডেস্ক/এস