জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত

জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমানের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। 

রোববার (২২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিন পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারীদের এবং প্রধান শিক্ষকের  বক্তব্য নেন। 

এ সময় তার সাথে সহযোগিতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস। অভিযোগকারীদের প্রায় ৩০জন অভিভাবক উপস্থিত ছিলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিন বলেন, আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করেছি।রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করবো। 

পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমান বলেন, এসএসসি ফরম পূরণ বাবদ সরকারি ফি বাবদ ১ হাজার ৯০০ টাকা ছিল, স্কুলের ধারাবাহিক মূল্যায়ন কাজের জন্য  কমিটির সিদ্ধান্ত মোতাবেক  ৩০০ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে, এটা আমাদের মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিয়েছিলেন। যা টাকা আছে সব বিদ্যালয়ের ফান্ডে জমা আছে,আমি ব্যক্তিগতভাবে কোন টাকা খরচ করি নাই। 

জুড়ীরসময়/ডেস্ক/এস