মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারক কারাগারে

 
মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারক কারাগারে

বিশেষ প্রতিবেদক:: 
ভালো বেতনের চাকরিতে কানাডাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মুল হোতা মোয়াজ্জেম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২১ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন রাতে পৌর শহরের চুবড়া এলাকা থেকে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী জোবায়ের, মুস্তাকিম ও সজল আহমদের বর্ণনা থেকে জানা যায়, কানাডা পাঠানোর ভিসা দেয়ার নামে জামানত বাবত নিজের নামীয় চেক ও চুক্তি সম্পাদন করে তাদের কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা নিয়ে ভিসা না দিয়ে প্রতারক ভিসা কিংবা টাকা ফেরত না দিয়ে আত্নসাত করার পায়তারা করছে। এর প্রেক্ষিতে ভুক্তভোগী জুবায়ের আহমদ বাদী হয়ে গত ১২ আগস্ট মৌলভীবাজার মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। থানার মামলা নং ২৯।

আটকৃত মোয়াজ্জেম হোসে চৌধুরী (২৮) শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার আকমল হোসেনের ছেলে।

সূত্রমতে জানা যায়, মোয়াজ্জেম হোসেন চৌধুরী নিজেকে মানবাধিকার ও সংবাদকর্মী পরিচয় দিয়ে আসছিল।


মৌলভীবাজার মডেল থানার এসআই মাজহারুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিত্তে প্রাথমিক তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তাকে আটক করা হয়। আজ আদালত কারাগারে প্রেরণ করেছেন।

জুড়ীরসময়/ডেস্ক/এস