কবিতা: নজরুল

কবিতা: নজরুল


নজরুল 

-খালেদ মাসুদ

নজরুল তুমি বাবরি চুলে বিদ্রোহী হাওয়া,
তুমি জালিম দুর্গে আঘাতে বিজয় গাওয়া। 
তুমি মিশে আছো মজলুমের প্রেরণার বুকে,
"উন্নত মম শির" বলে চলো ময়দানের দিকে।

তুমি আছো হাজার বছরের ঘুমন্ত জাতির প্রেরণায়,
গান গেয়ে গেলে তুমি নবী প্রেমের ঠিকানায়।
প্রানের খোরাক জোগিয়ে দিলে মনে আশা,
জাতিকে শোনালে সাম্য আর ভালোবাসা। 

বলে গেলে তুমি নর-নারী সব সাম্য-সমান,
বাংলা সাহিত্যে তুমি থাকিবে চির-আম্লান।
তুমি বিদ্রোহী, পরিনতি তোমার জেলে,
আলো নিয়ে আসলে অসত্যের পর্দা ফেলে।

জগৎটাকে দেখবে বলে করলে তুমি সংকল্প, 
অহিংসার বানী ছড়িয়ে দিলে লিখে প্রবন্ধ গল্প। 
"ওমর ফারুকের" বন্ধনায় দিলে ন্যায়ের স্বাদ,
স্বর্ণাক্ষর করিলে"আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ"।

হাজারও তাঁরার ভিড়ে তুমি হলে নক্ষত্র, 
কালিতে বলিলে মানব প্রেমের অর্থ।
কারার ঐ লৌহকপাট ভেঙে দিতে দিলে ডাক,
যুগ যুগ ধরে উড়বে নজরুল তোমার সানজাক।
জুড়ীরসময়/ডেস্ক/এস