নিজস্ব প্রতিবেদক::
দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি তানজির আহমেদ রাসেল এর বাবা গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন।
শনিবার (১০ জুলাই) রাত ৮ টা ১৫ মিনিটে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তানজির আহমেদ রাসেল জুড়ী প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ইউরোপের জুড়ী-বড়লেখা প্রতিনিধি ও জুড়ীনিউজ টোয়েন্টিফোর এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তাঁর বাড়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, মরহুমের জানাজা রোববার (১১ জুলাই) দুপুর দুইটায় তাঁর বাড়ীর পার্শ্বস্ত দক্ষিণ সাগরনাল নূরানী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জুড়ীরসময় পরিবার এই মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/এস