জুড়ী ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার

জুড়ী ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। 

জানা যায়, গত ১৩ জুন রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বপরিবারে ঢাকা যাওয়ার পথে জুড়ী উপজেলা বিজিবি ক্যাম্প চত্বরে তার উপর হামলা হয়। এ ঘটনায় জুড়ী উপজেলা ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠলে চলতি বছরের ১৪ জুন উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। 

আরও পড়ুন:- জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

স্থগিতাদেশ দেয়ার একমাসের মাথায় এ ঘটনার সাথে উপজেলা ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা না থাকায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন বলেন, জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি যে অভিযোগের ভিত্তিতে স্থগিত ঘোষণা করা হয়েছিল। সে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় আমরা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছি।" 

জুড়ীরসময়/ডেস্ক/এস