মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী- লাঠিটিলা রোডের নয়াবাজার এলাকায় নতুন ব্রীজে একটি ট্রাক ধেবে গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে গোয়ালবাড়ী থেকে আসা বালুবাহী ট্রাক গর্তের মধ্যে পড়ে ধেবে যায়। এতে করে যাতায়তে বিঘ্ন ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঈদের ৩/৪ দিন আগে থেকে নতুন ব্রীজটি উন্মুক্ত করা হয়। এর আগে দীর্ঘ কয়েকমাস থেকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়েছে। নতুন ব্রীজটি খুলে দেয়ায় এবং ভারী যানবাহন চলাচল করার ফলে ব্রীজের দুপাশে ধেবে গেছে। এরমধ্যে বৃষ্টি হওয়ার ফলে কাদা জমে আরও বেহাল অবস্থা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ সম্পূর্ণ করলেও ব্রীজের দুইপাশ শুধু মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়েছে। কিন্তু যেখানে দেয়ার কথা কর্পেটিং। এই একটু কাজের জন্য মানুষকে ভোগান্তিতে ফেলেছে সংশ্লিষ্ট বিভাগ। দ্রুত এর সমাধানের দাবি জানান এলাকাবাসী।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা জুড়ীরসময় বলেন, তাদের প্রজেক্টে যদি কাজটা থাকে তাহলে তো করে দিতে হবে। না হয় নতুন প্রজেক্টের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। বিষয়টি আমি খুঁজ নিয়ে দেখতেছি।
জুড়ীরসময়/ডেস্ক/এস